NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

সিডনিতে বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশনের সাধারণ সভা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

সিডনিতে বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশনের সাধারণ সভা

সিডনিতে বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশন ইনক সকাল সাড়ে ১০ টায় সিডনির মাউণ্ট আনান বোটানিক্যাল গার্ডেনের উডল্যান্ড পিকনিক এরিয়ায় তাদের সাধারন সভা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

সংগঠনটির প্রায় ১০০ জন সদস্য ও তাদের পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ছোট্ট সোনামণিদের বিস্কুট দৌড়ের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শুরুর পর ১০০ মিটার দৌড় ও উপস্থিত নারীদের অংশগ্রহনে বাদ্যের তালে চেয়ার ও বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলায় সভাপতি ও সহ সভাপতি দল অংশগ্রহণ করে সভাপতি দল জয়লাভ করে।

 

দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন তেলওয়াতের পর সাধারণ সভা শুরু হয়। সংগঠনটির জনসংযোগ কর্মকর্তা আজাদ কামরুল হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন শেখ। আর্থিক প্রতিবেদন পেশ করেন হিসাব রক্ষক রেজাউল করিম ব্যাপারী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মো. ইব্রাহীম খলিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসলাম মোল্লা, মনিরুল হক জর্জ, মো. শফিকুল আলম, নাইম আবদুল্লাহ, কায়সার আহমেদ, লিয়াকত আলী লিটন মাঝি, রুহুল আমিন প্রমুখ। সম্মানিত অতিথিরা বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।