NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

মালির স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে ফ্রান্স


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪৫ এএম

মালির স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে ফ্রান্স

ছোটদের বিশ্বকাপে থেমে গেল মালির স্বপ্নের দৌড়। তাদের জয়রথ থামিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স। দ্বিতীয় সেমিফাইনালে মালিকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্সের কিশোররা। ফাইনালে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের প্রতিপক্ষ জার্মানি অনর্ধ্ব-১৭ দল।

 
আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রথম সেমিফাইনালে জার্মানি টাইব্রেকারে হারিয়ে দেয় আর্জেন্টাইন কিশোরদেরে।
ফ্রান্সের বিপক্ষে প্রথম গোল উৎসব করেছিল মালিই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইব্রাহিম ডিয়ারারা গোলে এগিয়ে যায় আফ্রিকার দেশটি।
 
কোয়ার্টার ফাইনালেও গোল করেছিলেন ইব্রাহিম ডিয়ারা। কিন্তু ৫৫ মিনিটে সোলেমান সানোগো লালকার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে পরিণত হয় মালি।
এরপরের মিনিটেই সমতাসূচক গোলও পেয়ে যায় ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ইসমাইল বোনেবের ক্রসে ইয়াবান তিতি বল জালে জড়িয়ে স্কোর করেন ১-১।
 
৬৯ মিনিটে লক্ষ্যভেদ করেন বোনেব নিজেও। ফ্রি কিকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে নেন বোনেব (২-১)। 
একজন কম নিয়ে খেলে আর ম্যাচে ফিরতে পারেনি মালি। ছোটদের এই বিশ্বকাপে সবশেষ চার আসরে তিনবারই সেমিফাইনাল খেলেছে আফ্রিকার দেশটি। অন্যদিকে এ নিয়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলবে ফ্রান্স।
 
এর আগে ২০০১ সালে প্রথমবার ফাইনালে উঠে সেবার শিরোপাও উদযাপন করেছিল ইউরোপের পরাশক্তিরা।