NYC Sightseeing Pass
Logo
logo

‘নীরবতা কোনো বিকল্প পথ হতে পারে না’, গাজা প্রসঙ্গে মেলিসা বারেরা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৩ এএম

‘নীরবতা কোনো বিকল্প পথ হতে পারে না’, গাজা প্রসঙ্গে মেলিসা বারেরা

ইসরায়েল-হামাস চলমান যুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে প্রতিবাদ করায় কাজ হারানো অভিনেত্রী মেলিসা বারেরা অবশেষে এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের সহিংসতায় নীরবতা কোনো বিকল্প পথ নয়। 

এর আগে ইসরায়েলের নিন্দা করে সামাজিক মাধ্যমে পোস্ট করায় জনপ্রিয় ফ্রাঞ্চাইজি চলচ্চিত্র ‘স্ক্রিম’-এর সপ্তম সিনেমা থেকে বাদ দেওয়া হয় এই অভিনেত্রীকে।

স্ক্রীম থেকে বাদ পড়া প্রসঙ্গে অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ বিবৃতি লিখেছেন।

 
বিবৃতিতে মেলিসা বলেছেন, ‘প্রথমত এবং সর্বোপরি আমি ইহুদি বিদ্বেষ এবং ইসলামফোবিয়ার নিন্দা করি। আমি যেকোন গোষ্ঠীর প্রতি ঘৃণা ও কুসংস্কারের নিন্দা জানাই। আমি এমন একটি প্ল্যাটফর্মে আছি যেখানে আমাকে শোনার ও জানার বিশেষ সুযোগ দেওয়া হয় এবং তাই আমি এটিকে ব্যবহার করার চেষ্টা করেছি। গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং অবহেলিতদের কাছে আমার কণ্ঠস্বর পৌঁছে দেওয়া প্রয়োজন।
 
একজন গর্বিত মেক্সিকান হিসেবে যা আমি করেছি।’

 

1
‘স্ক্রিম ৬’-এর একটি দৃশ্যে মেলিসা বারেরা

অভিনেত্রী নিজের দীর্ঘ বিবৃতিতে আরো বলেছেন, ‘আমি দিনরাত প্রার্থনা করি যাতে আর মৃত্যু না হয়, আর সহিংসতা না হয়। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রার্থনা করি। আমি তাদের জন্য কথা বলতে থাকব যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন এবং শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে আমার সমর্থন অব্যাহত রাখব।

 
নীরবতা আমার জন্য কোনো বিকল্প পথ হতে পারে না।’

 

এর আগে, অভিনেত্রী মেলিসা বারেরাকে তাঁর আসন্ন থ্রিলার থেকে বরখাস্ত করা হয়, যেখানে তিনি নিজের ভূমিকায় পুনরায় অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ‘স্ক্রিম’-এর ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমাটির প্রযোজনা সংস্থা স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ অভিনেত্রীকে বাদ দেওয়া প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘স্পাইগ্লাসের অবস্থান পরিষ্কার। গণহত্যা, জাতিগত নির্মূল, গণহত্যার মিথ্যা উল্লেখসহ যেকোনো আকারে ইহুদিবিদ্বেষ বা ঘৃণার প্ররোচনার প্রতি আমাদের শক্ত অবস্থান রয়েছে। কারো বক্তৃতায় বিকৃতি বা এমন কোনো স্পষ্ট ঘৃণাত্মক কথা ফুটে উঠলে তা আমাদের নীতির বাইরে যাবে।