NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ভারতের বীর-একতা পেলেন এমি অ্যাওয়ার্ড


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০৪ এএম

ভারতের বীর-একতা পেলেন এমি অ্যাওয়ার্ড

বিনোদন অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা এমি অ্যাওয়ার্ড। প্রতিবছর বিশ্বের সেরা টেলিভিশন পর্দার অভিনেতা-অভিনেত্রীরা এমির পুরস্কারে ভূষিত হন। ছোট পর্দার সবচেয়ে বড় পুরস্কার হিসেবেই গণ্য করা হয় এমিকে। আর প্রতিবছর এমি ঘিরে বিশ্বজুড়ে থাকে উন্মাদনা।

 
গতকাল সোমবার রাতে বণার্ঢ্য আয়োজনে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হয়েছে ৫১তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৩। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বসেছিল এই আসর। এবারের এই আয়োজনে ভারতের নাম উজ্জ্বল করলেন বীর দাস ও একতা কাপুর।

 

এবছরের এমি অ্যাওয়ার্ডসে ২০টি দেশের ৫৬ জন প্রতিযোগী মনোনয়ন পেয়েছেন।

 
সেরা অভিনেতা হয়েছেন মার্টিন ফ্রিম্যান। ‘দ্য রেসপন্ডার’ ড্রামার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা ড্রামা সিরিজ হয়েছে ‘দ্য এমপ্রেস।’

 

কমেডির জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছেন ভারতের বীর দাস।

 
নেটফ্লিক্স-এ তার জনপ্রিয় শো ‘বীর দাস: ল্যান্ডিং’-এর জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। বীরের এই পুরস্কার ভাগ করে নিয়েছেন আরও এক তারকা। অর্থাৎ‘ডেরি গার্লস সিজন ৩’-এর মধ্যে টাই হয়।

 

এমি অ্যাওয়ার্ড হাতে তোলা একটি ছবি বীর শেয়ার করে নিয়েছেন এক্সে( সাবেক টুইটারে)। ছবিটির ক্যাপশনে লিখলেন, ‘ভারতের জন্য, ভারতের কমেডির জন্য়।

 
আমার প্রতিটা শব্দ, প্রতিটা শ্বাস। ধন্যবাদ এমি আমাকে এই সম্মান দেওয়ার জন্য।’

 

এছাড়াও ভারতীয় টেলিভিশনে অবদানের-এর জন্য আন্তর্জাতিক এমি ডিরেক্টর-এর অ্যাওয়ার্ড পান একতা কাপুর। তার ‘ট্রেলব্লাজিং ক্যারিয়ার এবং ভারতীয় টেলিভিশন ল্যান্ডস্কেপে অসাধারণ প্রভাব’-এর জন্য তাকে এই বিশেষ সম্মান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে  এমি জেতার ছবি দিয়ে একতা লিখলেন, ‘ভারতবাসী তোমাদের এমি আমি আনছি দেশে।’

এক নজরে এমি পুরস্কার বিজয়ীদের তালিকা

সেরা অভিনেত্রী: কারলা সুজা (ডাইভ)

সের অভিনেতা: মার্টিন ফ্রিম্যান (দ্য রেসপন্ডার)

সেরা কমেডি: বীর দাস (বীর দাস: ল্যান্ডিং)

সের টিভি মুভি/মিনি সিরিজ: ডাইভ

সেরা নন স্ক্রিপ্টেড এন্টারটেইনার: অ্যা পন্টে- দ্য ব্রিজ ব্রাসিল

সেরা শর্ট-ফর্ম সিরিজ: অ্যা ভেরি অর্ডিনারি ওয়ার্ল্ড

সেরা শিশুতোষ ফ্যাক্টচুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট: বিল্ট টু সারভাইভ

সেরা ডকুমেন্টারি: মারিউপোল: দ্য পিপলস স্টোরি

সেরা স্পোর্টস ডকুমেন্টারি: হার্লে অ্যান্ড কাটিয়া

সেরা আর্টস প্রোগ্রামিন: বাফি সেইন্টে-ম্যারি: ক্যারি ইট অন

সেরা তেলেনোভেলা: ফ্যামিলি সিক্রেটস

সেরা শিশুতোষ অ্যানিমেশন: দ্য স্মেডস অ্যান্ড দ্য স্মুস