NYC Sightseeing Pass
Logo
logo

পাকিস্তানি নারীদের শর্ত সাপেক্ষে একা হজের অনুমতি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:৫৪ পিএম

পাকিস্তানি নারীদের শর্ত সাপেক্ষে একা হজের অনুমতি

পাকিস্তানি নারীদের শর্ত সাপেক্ষে মাহরাম বা পুরুষ অভিভাবক ছাড়াই হজ করার অনুমতি দেওয়া হয়েছে। দেশটির কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি (সিআইআই) এই অনুমোদন দিয়েছে। সিআইআই জানিয়েছে জাফরিয়া, মালেকি ও শাফেয়ি মাজহাব বা মতবাদ অনুযায়ী মাহরাম ছাড়া মুসলিম নারীর হজ কিংবা ওমরাহ পালনের ব্যাপারে অনুমোদন রয়েছে। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট নারীকে মাহরাম ছাড়া হজে যাওয়ার ব্যাপারে মা-বাবা কিংবা স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে।