ইসরায়েল গাজা উপত্যকার দক্ষিণ অংশে চারটি শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বেসামরিকদের। স্থানীয় সময় বৃহস্পতিবার তারা এই নির্দেশ দিয়েছে। ইরায়েলি বাহিনী এই নির্দেশের পেছনে যুক্তি দেখিয়েছে, যুদ্ধ এমন সব এলাকায় ছড়িয়ে পড়তে পারে, যেখানে তারা বেসামরিকদের নিরাপদে থাকতে পারবে বলে আগে বলেছিল।
বিমান থেকে রাতভর লিফলেট ফেলে বেসামরিকদের খান ইউনিসের পূর্ব প্রান্তে বনি শুহাইলা, খুজা, আবাসান এবং কারারা ছেড়ে যেতে বলে ইসরায়েলিরা।