NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

পক্ষপাতিত্ব করে অভিজিৎকে জেতানো হয়েছে : অমিত সানা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৯ পিএম

পক্ষপাতিত্ব করে অভিজিৎকে জেতানো হয়েছে : অমিত সানা

অমিত সানাকে মনে আছে? ভারতের প্রথম ইন্ডিয়ান আইডল রানারআপ। ফাইনালে অভিজিৎ সাওয়ান্তের কাছে পরাজিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় আড়ালেই চলে গেছেন এই গায়ক। তবে দীর্ঘ ১৯ বছর পর বিস্ফোরক এক মন্তব্য করে আবারও লাইমলাইটে এলেন অমিত সানা।

 
‘ইন্ডিয়ান আইডল’-এর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট এবং অভিজিৎ সাওয়ান্তের পক্ষ নেওয়ার অভিযোগ করেছেন তিনি। অমিত আরও বলেছেন, অভিজিৎকে শো জেতাতে অনেক রাজনৈতিক প্রভাব জড়িত ছিল।

 

সিদ্ধার্থ কাননের সাথে একটি সাক্ষাৎকারে, অমিত সানা বলেছেন যে ‘ইন্ডিয়ান আইডল’ চেয়েছিল অভিজিৎ সাওয়ান্ত শো জিতুক। তিনি আরও বলেন, শোটির টার্নিং পয়েন্ট ছিল যখন শিল্পা শেঠি অভিজিতের হাসি নিয়ে প্রশংসা করেছিলেন।

 
এরপর অনেক কিছুই বদলে গেছে। এরপর থেকেই অভিজিৎকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছিল। 

 

অভিজিতের প্রতি চ্যানেলের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অমিত আরো বলেন, ‘পক্ষপাতিত্ব করে অভিজিৎকে জেতানো হয়েছে। আমার ভোটের লাইন শেষ দিনের দুই দিন আগে ব্লক হয়ে গেছে।

 
এটি নিজে থেকে ব্লক হয়ে যায় না।’

 

1
ইন্ডিয়ান আইডলের ফাইনালে অমিত সানা ও অভিজিৎ সাওয়ান্তের পারফরম্যান্স

অমিত অভিযোগ করে বলেন, ‘অভিজিতের জয়ে রাজনৈতিক প্রভাব ছিল। অনেক লোক বলে যে সেই সময় কিছু রাজনৈতিক প্রভাব অভিজিতের জয়ের জন্য সুবিধা তৈরি করে। আমি নিজে থেকে এটি নিয়ে গবেষণা করিনি। অনেকেই তখন এটি বলেছে।

 

 

চ্যানেলের কার্যক্রমের প্রতি প্রশ্ন তুলে অমিত জানান, বিজয়ী নির্বাচন করার আগে চ্যানেলকে অনেক কিছু বিবেচনা করতে হবে। এছাড়া ১৯ বছর পর এই অভিযোগ সামনে আনার কারণে অভিজিতের কাছে ক্ষমাও চেয়েছেন অমিত। তিনি জানা, অভিজিতের সঙ্গে এখনো তার ভালো বন্ধুত্ব রয়েছে। তাই এই বিষয়টি সামনে আনায় তিনি দুঃখিত বোধ করছেন।

২০০৪ সালে প্রথমবারের মতো ভারতে আয়োজিত হয় মিউজিক রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল। শো’টি ভারতজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। প্রথম সিজনে বিজয়ীর মুকুট ওঠে মুম্বাইয়ের ছেলে অভিজিৎ সাওয়ান্তের মাথায়। রানারআপ হন ছত্তিশগড়ের ছেলে অমিত সানা।

সূত্র : ইন্ডিয়া টুডে