NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

বাংলাদেশের ইনিংস থামল ৩০৬ রানে


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১২:২৮ পিএম

>
বাংলাদেশের ইনিংস থামল ৩০৬ রানে

বাংলাদেশের স্কোরবোর্ডের দিকে তাকালে আপনার একটা মিশ্র অনুভূতি কাজ করবে। হতাশ হতেও দুইবার ভাববেন। আবার খুশি হতে গিয়েও একই অবস্থা হবে।

হতাশ হতে দুইবার ভাববেন কারণ, ওপর থেকে নিচ পর্যন্ত সব ব্যাটারই তো রান পেয়েছেন।

 
তাহলে খুশি হতে গিয়ে কেন একটু ভ্রু কুঁচকাবেন? কারণ ক্রিকেটে একটা কথা আছে, ইনিংস ভালোভাবে শুরু করলে সেটা নির্দিষ্ট ব্যাটারকে টেনে নিতে হয়। বাংলাদেশের সব ব্যাটারই ভালো শুরু পেয়েছেন। কিন্তু তাওহিদ হৃদয় ছাড়া একজনও ইনিংস বড় করতে পারেননি।

 

হৃদয়ের ইনিংসে যাওয়ার আগে শুরু থেকে একটু দেখা যাক।

 
দুই ওপেনারই দুরন্ত শুরুর পরও হতাশ করেছেন। দুজনেই আউট হয়েছেন ৩৬ রানের ইনিংস খেলে। তানজিদ হাসান তামিমের ইনিংসে ৬ চার। লিটনের ইনিংসে ৫ চার।
 
ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ৭৬ রান।

 

লিটন-তানজিদ মতো ইনিংসের পূর্ণতা দিতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্তও। তিনি রানআউট হয়ে ফিরেছেন ৪৫ রান করে। এরপর উইকেটে আসা মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ৩২ রানে। রানআউট হওয়ার আগে তাঁর ২৮ বলের ইনিংসে ৩ ছক্কা ও এক চার।

 
কিন্তু দুর্দান্ত খেলতে থাকা মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের সর্বোচ্চটা বাংলাদেশ পেল কই?

 

একই পথে হেঁটেছেন মুশফিকুর রহিম। তাওহিদের সঙ্গে তাঁর ইনিংসটি যখন বড় হবে ভাবা হচ্ছিল, সেই মুহূর্তে মুশফিক আউট হয়েছেন ২১ রানে। ব্যাটারদের ইনিংসের পূর্ণতা দিতে না পারার মাঝে তাওহিদ খেলেছেন ৭৪ রানের ইনিংস। পাঁচ আর দুই ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৯ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ পেয়েছে ৩০৬ রানের সংগ্রহ। এখন কাজটা বোলারদের।