NYC Sightseeing Pass
Logo
logo

তারকাদের লড়াইয়ে চাঙ্গা টলিউডের বক্স অফিস


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০১:৪২ পিএম

তারকাদের লড়াইয়ে চাঙ্গা টলিউডের বক্স অফিস

করোনা পরবর্তী সময়ে তেমনভাবে সফলতার দেখা পায়নি টলিউডের বক্স অফিস। হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেছিল গোটা ইন্ডাস্ট্রি। তবে এবারের দুর্গাপূজায় সেই দৃশ্য বদলে গেল। এবার পূজায় মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি।

 
‘রক্তবীজ’, ‘দশম অবতার’, ‘বাঘাযতীন’ এবং ‘জঙ্গলে মিতিন মাসি’। সবকটি ছবিতেই তারকাদের ভীড়। বিশেষভাবে ‘দশম অবতার’ এবং ‘রক্তবীজ’-এ। আর তাতেই দাপিয়ে ব্যাটিং করছে টলিউড ব্রিগেড।
 
পূজার ছুটিতে মুক্তি পেয়েছে টাইগার শ্রফের ‘গণপত’ও। তবে বাংলার সিনেমাহলে দর্শকদের কাছে পাত্তাই পায়নি টাইগার শ্রফ। 

 

পূজার বক্স অফিস লড়াইয়ে সবচেয়ে সফল সৃজিত মুখার্জির ‘দশম অবতার’। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সিনেমাটির বক্স অফিসের আয়।

 
পাঁচ দিনেই যা আয় হয়েছিল, গত দুই দিনে তার থেকে আরও ২ কোটি বেশি আয় করেছে সিনেমাটি। মাত্র সাত দিনেই ‘দশম অবতার’-এর ‍সুপারহিট। ব্যবসার নীরিখে ‘দশম অবতার’ এগিয়ে থাকলেও সমালোচকদের কলমে প্রশংসা কুড়িয়েছে ‘রক্তবীজ’। দেবের ছকভাঙা অভিনয়ে দর্শকদের রায়ে ‘বাঘাযতীন’-এর আয়ও বেশ ভালো।

 

বক্স অফিসে রিপোর্ট অনুযায়ী, মাত্র ৭ দিনের মধ্যেই সৃজিতের ছবি ব্যবসা করেছে ৪.৫ কোটিরও বেশি।

 
অন্যদিকে, ‘রক্তবীজ’ও পিছিয়ে নেই। প্রথমবার পূজায় রিলিজ দিয়েও সুপারহিট উইন্ডোজ। মাত্র ৬ দিনেই ব্যবসা ৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ‘বাঘাযতীন’ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেবের মার্কশিটেও ভালো নম্বর। মিমি-আবিরের সঙ্গে পাল্লা দিয়ে আয় করে নিয়েছে ৩ কোটি রুপি। 

 

আশা করা হচ্ছে, ‘টাইগার’ রিলিজের আগে এই ৩টি বাংলা সিনেমাই চুটিয়ে ব্যবসা করবে। অতঃপর বাংলা ছবির সুদিন যে ফিরছে, তা এই পূজায় চাঙ্গা বক্স অফিসেই বোঝা গেল।