NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ইংল্যান্ডের সব শেষ, বাকি শুধু সম্মান


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ১২:৩৮ পিএম

ইংল্যান্ডের সব শেষ, বাকি শুধু সম্মান

বর্তমান চ্যাম্পিয়ন হয়েও হতশ্রী পারফরম্যান্স ইংল্যান্ডের। ৫ ম্যাচে ৪ হার, জয় মাত্র ১টি। ইংল্যান্ডের সেমিফাইনাল স্বপ্ন কাগজ-কলমে টিকে থাকলেও বাস্তবতার নিরিখে শেষ বলা যায়। সেটি মেনেও নিয়েছেন ইংল্যান্ডের কোচ ম্যাথু মট।

 
লিগ পর্বের বাকি ৪ ম্যাচ সম্মান ধরে রাখার জন্য খেলবে ইংলিশরা।

 

চতুর্থ হারের পর বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় মট বলেন, 'আমি মনে করি, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমি কোনো গণিতজ্ঞ নই। তবে আমাদের যা নেট রান রেট এবং আমাদের ওপরে অনেক দল আছে যারা একে অপরের বিপক্ষে খেলবে।

 
এখন আমরা অনেক সম্মানের জন্য খেলব।'

 

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে হারের প্রসঙ্গ টেনে মট বলেন, 'আমরা সমর্থকদের হতাশ করেছি। আমাদের পরিবার, সমর্থক ও ড্রেসিং রুমের সবাইকে হতাশ করেছি। আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি।

 
পেশাদার খেলায় এটি দিয়েই কাজকে মূল্যায়ন করা হয়।

 

পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থেকে আগামী রোববার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। একমাত্র দল হিসেবে এখনো কোনো ম্যাচ হারেনি ভারত। এই ম্যাচটিও সহজ হবে না ইংল্যান্ডের।