NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ভোর হতেই ইসরায়েলি হামলায় ঝরল ৪০ প্রাণ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৩ পিএম

ভোর হতেই ইসরায়েলি হামলায় ঝরল ৪০ প্রাণ

ইসরায়েলের ছোড়া বোমার আঘাতে বৃহস্পতিবার ভোরের দিকে প্রাণ হারিয়েছেন ৪০ ফিলিস্তিনি। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্রে জানা গেছে এই তথ্য। হামাস-ইসরায়েল যুদ্ধের ১৩তম দিনে গাজা উপত্যকায় এই হামলা চালানো হয়। 

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের দক্ষিণে খান ইউনুসের একটি বাড়িতে জঙ্গি বিমান হামলায় সাত শিশুসহ ৯ জন নিহত হয়েছে।

 
দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আরো অনেকে আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইসরায়েলি যুদ্ধবিমান রাফাহ শহরের তাল আল-সুলতান এলাকার একটি বাড়িতেও হামলা চালায়। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মধ্য গাজার নুসিরাত শরণার্থীশিবিরে বিমান হামলায় এক ফিলিস্তিনি শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
 
ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানায়, খান ইউনুসের পশ্চিমে ইসরায়েলি বিমান হামলায় আরো এক শিশু নিহত হয়েছে।

 

এর আগে গত মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ৪৭১ জন নিহত হন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হন অন্তত ৩১৪ জন।

 
তবে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। আর সিভিল ডিফেন্সের এক মুখপাত্র নিহতের সংখ্যা প্রায় ৩০০ বলে জানিয়েছেন। এ ঘটনার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট তিন দিনের শোক ঘোষণা করেছেন।