NYC Sightseeing Pass
Logo
logo

যে থাপ্পড়ের কথা আজও ভোলেননি রণবীর কাপুর!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

যে থাপ্পড়ের কথা আজও ভোলেননি রণবীর কাপুর!

পর্দায় দুর্দান্ত রোমান্টিক হলেও বাস্তব জীবনে কিন্তু দারুণ দুষ্ট বলিউড অভিনেতা রণবীর কাপুর। শৈশবে দাঁপিয়ে বেড়িয়েছেন স্কুলে। কখনো অন্যকে কপি করেছেন, কখনো ক্লাস পালিয়েছেন। নিজেকে একজন ‘মহান কপিবাজ’ উল্লেখ করে রণবীর জানান, তিনি স্কুলে কখনও ধরা পড়েননি।

 
তবে একবার ক্লাস ফাঁকি দেওয়ার সময় তিনি অধ্যক্ষের হাতে ধরা পড়েন এবং থাপ্পড় খান, যা আজও মনে পড়ে এই অভিনেতার! 

 

সম্প্রতি একটা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এসে বিভিন্ন বিষয়ে কথা বলেন রণবীর। সেই কথোপকথনেই স্কুল জীবনের পুরনো স্মৃতিতে ফিরে যান অভিনেতা। রণবীর বলেন, ‘আমার মনে হয় আমি দারুণ কপি করতে পারতাম। এছাড়াও আমি ধুরন্ধর ছিলাম।

 
তাই কখনও ধরা পড়িনি। তবে আমার মনে আছে, যখন আমি ক্লাস সেভেন কিংবা এইটে পড়ি, তখন আমি হামাগুড়ি দিয়ে ক্লাস থেকে পালানোর চেষ্টা করেছিলাম। আমি হামাগুড়ি দিয়ে বের হতে যাব, ঠিক তখনই স্কুলের অধ্যক্ষ আমার সামনে হাজির। আমি ওইদিন মার খেয়েছিলাম।
 
’ 

 

1
অ্যানিমেলে রণবীর কাপুর

অধ্যক্ষ্যের চড়ের কথা উল্লেখ করে রণবীর জানান, ‘আমি কোনোদিনই ভুলব না সেই চড়ের কথা। আমার গালে উনি টেনে থাপ্পড় মেরেছিলেন। সেই থাপ্পড়ের আওয়াজ আমার কানে এখনও ভাসে।’

রণবীরকে শিগগিরই পর্দায় দেখা যাবে। তার আসন্ন চলচ্চিত্র ‘অ্যানিমেল’ মুক্তির অপেক্ষায়।

 
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটিতে দুর্দান্ত অ্যাকশন লুকে হাজির হচ্ছেন এই অভিনেতা। ইতোমধ্যেই সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে যা ভক্ত অনুরাগীদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে। এতে আরো অভিনয় করেছেন অনিল কাপুর, রাশ্মিকা মান্দানা ও ববি দেওল। সিনেমাটি ১ ডিসেম্বর মুক্তি পাবে।