NYC Sightseeing Pass
Logo
logo

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুরস্কার উৎসর্গ করলেন মুজিব


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুরস্কার উৎসর্গ করলেন মুজিব

কদিন আগে আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ ফি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রশিদ খান। আজ ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ক্ষতিগ্রস্তদের জন্য ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করেছেন মুজিব-উর-রহমান। ১০ ওভারে ৫১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মুজিব।

বিশ্বকাপে আজ নিজেদের সেরা দিনটা কাটিয়েছে আফগানিস্তান।

 
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচসেরার পুরস্কার নিতে এসে মুজিব বলেছেন, 'এই ট্রফিটা আমি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের মানুষের প্রতি উৎসর্গ করছি। এটি এমন কিছু যা আমরা দল হিসেবেও করতে পারি। আমি একজন খেলোয়াড় হিসেবে করলাম।'

 

ইংল্যান্ডকে হারানো আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি।

 
মুজিব বলছেন এটা তাঁদের জন্য গর্বের মুহূর্ত, 'বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত। পুরো দলের জন্য দুর্দান্ত অর্জন। এমন কিছুর জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। বোলার এবং ব্যাটারদের কাছ থেকে দারুণ পারফরম্যান্স।