এ বছর শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদী। ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকার জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় বিজয়ীদের নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
নার্গিস মোহাম্মাদী একজন নারী, মানবাধিকারকর্মী ও স্বাধীনতাযোদ্ধা।