NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

বায়ার্নের জয়ের রাতে ম্যানইউ ও আর্সেনালের হার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৬ পিএম

বায়ার্নের জয়ের রাতে ম্যানইউ ও আর্সেনালের হার

চ্যাম্পিয়নস লিগে টানা দুই হারের তিক্ত স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। গালাতাসারাইয়ের কাছে হেরেছে ৩-২ গোলে। হেরেছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। ফ্রেঞ্চ ক্লাব লেঁসের বিপক্ষে গানারদের হার ২-১ গোলে।

 
তবে জয়ের ধারায় বায়ার্ন মিউনিখ। কোপেনহেগেনকে হারিয়েছে ২-১ ব্যবধানে।

 

ওল্ড ট্রাফোর্ডে বলের দখল আক্রমণে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডই। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত হারতে হয়েছে।

 
যদিও ১৭ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। গোল করেন রাসমুস হোলুন্ড। ছয় মিনিট পরেই অবশ্য উইলফিড জাহা গোল করে গালাতাসারাইকে সমতা ফেরান। ৬৭ মিনিয়ে আবারও হোলুন্ড গোল করে ইউনাইটেডকে এগিয়ে নেন।
 
তবে ৭১ মিনিটে করিম আরতুকগু এবং ৮১ মিনিটে মাউরো ইকার্দির গোলে জয় নিশ্চিত করে তুরস্কের ক্লাবটি। ইংলিশদের মাটিতে এটাই প্রথম জয় তাদের। দুই হারে 'এ' গ্রুপের তলানিতে ম্যানইউ।

 

আগের ম্যাচেই বড় ব্যবধানে জেতা আর্সেনাল দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে। লেঁসের কাছে হেরেছে ২-১ গোলে।

 
প্রতিপক্ষের মাঠে অবশ্য প্রথমে এগিয়ে যাক গানাররাই। ১৪ মিনিটে দলকে লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। তবে ২৫ মিনিটে আদ্রিয়ান থমাসন এবং ৬৯ মিনিটে এলিয়ে ওয়াহির গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে লেঁস। 

 

এদিকে কষ্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে ৫৫ মিনিটে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। স্বাগতিকদের এগিয়ে নেন লুকাস লেরাগার। তবে ৬৭ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান জামাল মুসিয়ালা। আর ৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেন ম্যাথিস টেল। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে বায়ার্ন। বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। পিএসভির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সেভিয়া।