ঢাকা: উন্নত কৃষি প্রযুক্তির কারণে বাংলাদেশ কৃষিখাতের উন্নয়নে রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। এমনকি কোভিড-১৯ পরিস্থিতিতে সারাবিশ্বের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়লেও বাংলাদেশ খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পেরেছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাথে বাংলাদেশ সফররত ফেডারেল পার্লামেন্ট অব নেপালের কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ কমিটির দ্বি-পাক্ষিক আলোচনা ও মতবিনিময়সভায় এ সকল তথ্য তুলে ধরা হয়।
সভার শুরুতে সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম নেপাল প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং নেপালকে কৃষির উন্নয়নে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় কমিটির সদস্য মো. মোসলেম উদ্দিন, মামুনুর রশীদ কিরন ও উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন।
সভায় প্রতিনিধি দলের পক্ষ থেকে ফেডারেল পার্লামেন্ট অব নেপালের কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ কমিটির সদস্য ড. আরজু রানা ফেডারেল পার্লামেন্ট অব নেপাল এবং কৃষি, সমবায় ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনের জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে আমন্ত্রণ জানান।
সভায় জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮, ভিশন ২০২১, এসডিজি ২০৩০ এবং রূপকল্প ২০৪১-এর আলোকে জাতীয় কৃষিনীতি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট, ডেল্টাপ্ল্যান ২১০০ এবং অন্যান্য পরিকল্পনার আলোকে সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওই সকল পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর।