NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

ঢাকায় আসছেন মার্কিন কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০২:৪৫ এএম

ঢাকায় আসছেন মার্কিন কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার এ সপ্তাহে ঢাকায় আসছেন। পররাষ্ট্র দপ্তর সোমবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদ, করাচি এবং বাংলাদেশের ঢাকা সফর করবেন। তিনি এ দুই দেশে যুক্তরাষ্ট্র দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

 

 

তিনি কনস্যুলার সমস্যা নিয়ে আলোচনা করতে পাকিস্তান ও বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটারের সফর মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেয়।