NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

১৬ সেপ্টেম্বর ক্যালগেরিতে নাটক 'আমাদের অমলেরা'


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ এএম

১৬ সেপ্টেম্বর ক্যালগেরিতে নাটক 'আমাদের অমলেরা'

কানাডার ক্যালগেরির রকি রিজ নর্থ ওয়েস্টের বিএমও সেন্টারে 'ক্যালগারি বাংলা এনসেম্বল' তাদের প্রথম বাংলা থিয়েটার প্রযোজনায় নাটক 'আমাদের অমলেরা' মঞ্চায়িত করতে যাচ্ছে। আগামী ১৬ ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ছয়টায় এই নাটকটি মঞ্চস্থ হবে। 

নাট্য নির্দেশক ও ক্যালগেরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপু বলেন, প্রবাসে বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে এবং বহু সংস্কৃতির থাবা থেকে শিশু কিশোরদের মুক্ত করার প্রত্যয় নিয়েই আমরা ক্যালগেরির বাংলা এনসেম্বল 'আমাদের অমলেরা' নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছি।

নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক জয়ন্ত বসু বলেন, নাটকটির অনন্য বৈশিষ্ট্য হল এই প্রথমবারের মতো ক্যালগারিতে বাংলা নাটক হতে যাচ্ছে যেখানে বেশিরভাগ কলাকৌশলই ক্যালগারিতে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের শিশু কিশোররা। এর সাথে থাকছে প্রতিষ্ঠিত নাট্য এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট শিল্পীরা।

 

নাটকটির নির্দেশনা দিয়েছেন তাসফিন হোসেন তপু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহবুবা নুর অনু, তীর্থ সাহা,
আরশিয়া সালেহীন, দিয়া চক্রবর্তী, কেয়ান চৌধুরী, তাসফিন হোসেন, রিনা তাজরীন, উম্মে তানিয়া ইপা,খয়ের খোন্দকার রুবেল, অধরা রাইমা মজুমদার, সীমানা রায়, স্নিগ্ধা রায়, তানভীর চৌধুরী জয়, নাদিয়া হাসান,মানহা খান, জায়রা চৌধুরী, শারমিন সুলতানা, জাফিরা ইলাহিন হোসেন,আরিশা হাসান, মাহভীন মঈন এবং মাভিসা মঈন।

নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক জয়ন্ত বসু, সহকারি প্রযোজনা ব্যবস্থাপক খায়ের খোন্দকার রুবেল এবং শুভ মজুমদার।