খবর প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ১০:০৯ এএম
হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
সোমবার সকালে উপজেলার হুড়াভাঙ্গা খাঁ গ্রামের ফুল মিয়া থানায় হাজির হয়ে আব্দুল মান্নান ও রাশেদা রেগমসহ অজ্ঞাত কয়েক জনের নামে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে উপজেলা মাঝবাড়ী গ্রামের নিজেস্ব একটি পুকুরে মাছ চাষ করেন। ওই গ্রামের আব্দুল মান্নানের পূর্ব হইতে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। হঠাৎ মোবাইল ফোনে গালাগালি করেন এবং রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে অভিযোগ করেন।