NYC Sightseeing Pass
Logo
logo

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:৪২ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যা‌য়ের ব্যবসায়ী প্রতিনিধিদল সাক্ষাৎ ক‌রে‌ছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানা‌নো হয়।

বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যা‌য়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষা‌তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। উভয়পক্ষ দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের দীর্ঘমেয়াদী সুযোগ-সুবিধা এবং এসব খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর জন্য মধ্যমেয়াদী পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন তারা।

পরবর্তী দুই বছরে তারা বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একটি শক্তিশালী উপ-আঞ্চলিক প্রবৃদ্ধির গতিপথ গড়ে তোলাসহ বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতির সুবিধা কাজে লাগানোর বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান কবোস এবং রাষ্ট্রদূত অতুল কেশপের নেতৃত্বে জ্বালানি, বিদ্যুৎ, ইকুইটি, এভিয়েশন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, মেডিকেয়ার এবং অন্যান্য প্রধান খাতের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধিদলটি চার দিনের সফরে বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে।