NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে প্রতিমন্ত্রী পলকের কর্মসূচি স্থগিত


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১২:২১ পিএম

চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে প্রতিমন্ত্রী পলকের কর্মসূচি স্থগিত

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলকের একটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকাল ১০টায় নগরের চান্দগাঁও থানার কালুরঘাট ফায়ার স্টেশনের পাশে নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল প্রতিমন্ত্রী পলকের। পরে কর্মসূচিটি স্থগিত করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ। তিনি বলেন, বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে আগে থেকে নির্ধারিত শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভা হচ্ছে।

জানা গেছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নগরের বেশিরভাগ স্থানে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকালে নগরের বিভিন্ন এলাকার সড়কে হাঁটু পর্যন্ত পানি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষ।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিওটি অ্যাসিস্ট্যান্ট মাহমুদুল আলম ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৩ দশমিক ৯ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে জানানো হয়েছে। 

এদিকে, ভারী বৃষ্টিপাতে রোববার ভোরে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর আইডব্লিউ কলোনি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মো. সোহেল (৩৩) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত নিহত হয়েছেন। 

অন্যদিকে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা পিছিয়ে বেলা ১১টার দিকে শুরু হয়েছে।