খবর প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৩ এএম
ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত আরও মজবুত করার স্বার্থে তথ্যপ্রযুক্তির ব্যবহার জোরালো করতে হবে।
বৃহস্পতিবার সিঙ্গাপুর জাতীয় সংসদের ডিজিটাল লাইব্রেরি সিস্টেমের ওপর এক ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, সংসদ সদস্যদের কাছে প্রয়োজনীয় জ্ঞান ও তথ্য-উপাত্ত সহজলভ্য করতে কার্যক্রম চলছে। সংসদের বিতর্কে অংশগ্রহণসহ অন্যান্য প্রয়োজনে এমপিদের কাছে সংসদ লাইব্রেরির মাধ্যমে তথ্য-উপাত্ত সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, নানারূপ মহামারি ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সংসদ সদস্যদের জোরালো ও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এ জন্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে জ্ঞান অর্জনের প্রক্রিয়া সহজলভ্য করতে হবে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তির ব্যবহার জোরালো করতে সরকার সিঙ্গাপুরের কারিগরি সহযোগিতা নিয়েছে বলেও জানান স্পিকার।
ব্রিফিং শেষে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) এক্সিকিউটিভ কমিটির সাউথ-ইস্ট এশিয়া অঞ্চলের রিপ্রেজেন্টেটিভ এবং সিঙ্গাপুরের সংসদ সদস্য লিম বায়ো চুয়ান। তারা সিপিএর বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এ সময় বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, সিঙ্গাপুর পার্লামেন্ট সেক্রেটারিয়েটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।