NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকে তলব ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ
Logo
logo

শনিবার বাংলা‌দেশে আস‌ছেন দুই মা‌র্কিন কং‌গ্রেসম্যান


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ১২:০৭ পিএম

শনিবার বাংলা‌দেশে আস‌ছেন দুই মা‌র্কিন কং‌গ্রেসম্যান

বাংলা‌দেশ সফ‌রে আস‌ছেন যুক্তরা‌ষ্ট্রের হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক। আগামী শ‌নিবার (১২ আগস্ট) বাংলাদেশ সফরে আসবেন তারা। এই সফরে কক্সবাজারে রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শ‌নের পাশাপা‌শি রাজনৈতিক দলগু‌লোর স‌ঙ্গে বৈঠক কর‌বেন এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূট‌নৈ‌তিক সূ‌ত্রে এ তথ‌্য জানা গে‌ছে। 

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, চারদি‌নের সফ‌রে বাংলা‌দে‌শে আস‌বেন যুক্তরা‌ষ্ট্রের দুই কং‌গ্রেস সদস‌্য। তাদের ম‌ধ্যে একজন এড কেইস, তি‌নি ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য। আরেকজন হলেন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক।

দুই মা‌র্কিন কংগ্রেস সদস্যের সফ‌রের কারণ জান‌তে চাই‌লে মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, তারা মূলত রো‌হিঙ্গা ইস‌্যু‌তে বাংলা‌দেশ সফ‌রে আস‌বেন। তারা রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শন কর‌বেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তা‌দের বৈঠক হ‌বে।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, বাংলা‌দে‌শে সফ‌রে দুই মা‌র্কিন কং‌গ্রেস সদস‌্য রাজ‌নৈ‌তিক দলগু‌লোর স‌ঙ্গে বৈঠক কর‌বেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতা‌দের স‌ঙ্গে বৈঠকে বস‌বেন। নির্বাচনসহ বাংলা‌দে‌শের সা‌র্বিক রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি সম্পর্কে জান‌তে চাই‌বেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

বুধবার (৯ আগস্ট) যুক্তরা‌ষ্ট্রের দুই কং‌গ্রেস সদ‌স্যের সফর প্রস‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন গণমাধ‌্যম‌কে জানান, যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে দেশটির ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির দুই কংগ্রেস সদস্য বাংলাদেশে আসছেন। রোহিঙ্গাদের এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক সহায়তা দিচ্ছে আমে‌রিকা। মার্কিন সরকা‌রের উদ্যোগে তারা এখা‌নে এসে দেখ‌বেন দেশ‌টির অর্থায়ন কীভাবে কাজে লাগানো হ‌চ্ছে। রো‌হিঙ্গা‌দের অর্থায়ন নি‌য়ে চলমান সংকট নি‌য়ে নতুন কো‌নো পদ‌ক্ষেপ নেওয়া যায় কি না, সে‌ বিষ‌য়ে তারা স‌রেজ‌মি‌নে রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শন কর‌বেন।