NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Logo
logo

ডান পা ছাড়াই রোনালদোর ট্রিপল সেঞ্চুরি


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৩০ এএম

ডান পা ছাড়াই রোনালদোর ট্রিপল সেঞ্চুরি

প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে সাদিও মানের অভিষেক রাঙানোর পথে ব্যক্তিগত এক মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হার এড়ানোর পথে একমাত্র গোলটি ছিল আল নাসরের হয়ে তার ১৬তম এবং পেশাদার ক্যারিয়ারের ৮৪০তম গোল। রোনালদোর বেশির ভাগ গোলই তার ডান পায়ে করা। এটি তার শক্তির দিক। ডান পা ছাড়াই রোনালদোর গোলের সংখ্যা এখন ৩০০। এই গোল এসেছে হেড, বাম পা ও অন্যান্য মিলিয়ে।