NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নিজের স্বভাবের রহস্য স্পষ্ট করলেন কাজল


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ১১:০৭ পিএম

নিজের স্বভাবের রহস্য স্পষ্ট করলেন কাজল

বিনোদন ডেস্ক: কাজল, বরাবরই ভীষণ মুডি তিনি। নিজের ইচ্ছেমতো কাজ করতেই পছন্দ করেন এই বলিউড ডিভা। নিজের মন যা বলে তিনি প্রকাশ্যে ঠিক তেমনই ব্যবহার করে থাকেন। 

লোক দেখানো সহবত তার যে আসে না, তা তিনি অতীতে বহুবার বলেছেন। যার প্রমাণও মিলিছে বহু। কখনও প্রকাশ্যে এসেছে তার খামখেয়ালি আচরণের ছবি, কখনও আবার প্রকাশ্যে সমালোচনার ঝড় তুলেছে তার ব্যবহার।

তবে কাজল যে কেবল প্রকাশ্যে পাপারাৎজিদের সঙ্গেই এমন আচরণ করেন এমনটা নয়। তিনি ব্যক্তি জীবনেও ঠিক এমনই। সদ্য তেমনই বার্তা ভক্তদের উদ্দেশে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। কাজল সম্প্রতি এক ফ্যাশন শোয়ে করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ ভেংচিয়ে অদ্ভুত আচরণ করে বসেন। যা নিয়ে রীতিমত জলঘোলা হয় সর্বত্র।

তবে কাজল এবার নিজের এই স্বভাবের রহস্য নিজেই স্পষ্ট করে দিলেন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আমার দুটি মুড রয়েছে, নয় আমি কথা বলতেই থাকি, বলতেই থাকি, আবার কখনও আমি রাখছি না বলেই ফোনটা কেটে দিয়ে থাকি।

কাজলের এই পোস্ট দেখা মাত্রই খানিক স্বস্তিতে ভক্তরা। যারা যারা কাজলকে ট্রোল্ড করতে ব্যস্ত ছিলেন গত কয়েকদিনে, তাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে কাজল যা করেন নিজের স্বভাবদোষেই করেন। কোনও কিছু ইচ্ছাকৃত নয়।

তবে তার এই স্বভাবের জন্য তাকে চরম ট্রোল্ড হতে দেখা হয়েছে বারবার। যদিও কাজল বরাবরই ট্রোলিংকে পাশ কাটিয়ে আসেন। শেষবারও তিনি মুখ খুললেন না এই প্রসঙ্গে। যদিও ভিডিও থেকে ক্লিপিং ভাইরাল হতেই কাজলের বিরুদ্ধে গর্জে উঠল নেটদুনিয়া।

নিল সহবতের পাঠ। যা দেখে রীতিমত চোখ কপালে ওঠার জোগার। যদিও কাজলের এমন ব্যবহার নতুন নয়। তা এবার নিজেই স্পষ্টভাষায় লিখে বুঝিয়ে দিলেন।