NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব

স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট-বল হাতে পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার রাতে গল টাইটান্সের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ৩০ রান এবং বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যে গল টাইটান্স ৮৩ রানে হারিয়েছে বি-লাভ ক্যান্ডিকে। এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ডাম্বুলা আউরার বিপক্ষে ব্যাটিংয়ে ২৩ ও বোলিংয়ে ১ উইকেট নিয়েছিলেন সাকিব।

 

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় গল। এরপর ক্রিজে আসেন সাকিব। সাকিবকে পেয়ে মারমুখী হয়ে ওঠেন ক্রিজে থাকা নিউজিল্যান্ডের টিম সেইফার্ট।

তার ঝোড়ো ব্যাটিংয়ে ১৩তম ওভারেই ১০০ রান পূরণ করে গল। ১৪তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে পরপর দুটি ছক্কা মারেন সাকিব। ১৮তম ওভারে রান আউট হওয়ার আগে সাকিব দুটি ছক্কায় ২১ বলে ৩০ রান করেন। ২৩ বলে হাফসেঞ্চুরির স্বাদ নিয়ে ৭৪ রানে আউট হন সেইফার্ট।
তার ৩৯ বলের ইনিংসে পাঁচটি করে চার-ছক্কা ছিল। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় গল।

 

জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ক্যান্ডি। গল বোলারদের তোপে পাওয়ার প্লেতে ৩৬ রানে ৫ উইকেট হারায় তারা। নবম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন সাকিব।

পাকিস্তানের আসিফ আলীকে ৩ রানের সময় শিকার করেন তিনি। নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান সাকিব। আরেক পাকিস্তানি আমির জামালকে ৬ রানে বিদায় দেন তিনি। শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতে ৯৭ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন বান্দারা। ৩ ওভারে ১০ রানে ২ উইকেট নেন সাকিব। ম্যাচসেরা হন সেইফার্ট।