NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo
সাংবাদিক মাহবুবুর রহমানকে আজীবন সম্মাননা

নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৪ এএম

নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী

নিউইয়র্ক: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার ঈদ পুনর্মিলনী ২০২৩। গত ৩০ জুলাই রোববার গুলশান ট্যারেসে আয়োজিত এ অনুষ্ঠানে খ্যাতিমান সাংবাদিক-লেখক মাহবুবুর রহমানকে আজীবন সম্মাননা, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদ এবং স্বেচ্ছাসেবী সংগঠন দি অপটিমিস্টসকে সম্মাননা প্রদান করা হয়েছে। সিলেট সদরবাসীর এ মিলন মেলায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেলের পরিচালনায় অনুষ্ঠানে ভার্সুয়ালী বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এলিস আইল্যান্ড পদকে ভূষিত একমাত্র বাংলাদেশী বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ।
সাংবাদিক-লেখক মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরেন নিউইয়র্ক মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের চেযারম্যান অ্যান্ড ডাইরেক্টর প্রফেসর ডা. সাদউজ্জামান চৌধুরী, ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক এমএম শাহীন ও সাংবাদিক ইব্রাহীম চৌধুরী।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক এমএম শাহীন ও ৪ নং সাব সেক্টর কমান্ডার, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুলসহ সংগঠনের কর্মকর্তাদের সাথে নিয়ে সাংবাদিক-লেখক মাহবুবুর রহমানের হাতে আজীবন সম্মাননা তুলে দেন।
পরে সংগঠনের সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী ও সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদের কন্যা রোমানা আহমেদ এবং স্বেচ্ছাসেবী সংগঠন দি অপটিমিস্টস’র সাধারণ সম্পাদক নিশাতের হাতে সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফোবানার সাবেক প্রেসিডেন্ট বেদারুল ইসলাম বাবলা, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ খান, বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম, ইভেন্ট কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম নাসিম, সমন্বয়কারী আব্দুল ওয়াদুদ ও সদস্য সচিব মিনহাজ চৌধুরী, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আলতাফ চৌধুরী, মাহবুব রহমান, গোলাম হাছান চৌধুরী, গৌতম দে ও কবির চৌধুরী, ট্রাস্টি হাছান চৌধুরী মাসুম, শাহাদাত মজুমদার, মজিবুর রহমান চৌধুরী, শামসাদ হুসাম এবং সালেহ আহমেদসহ অন্যান্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
সঙ্গীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, তানভীর শাহীন ও কৃষ্ণা তিথী। সিলেটের গানের সাথে ছিল আধুনিক নস্টালজিক গানের সমাহার। গভীর রাত পর্যন্ত চলে তাদের মনোজ্ঞ পরিবেশনা।
হযরত শাহজালাল, শাহপরান সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজরিত সিলেটের ঐতিহ্যবাহী এ সংগঠনের আয়োজনে কমিউনিটি নের্তৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী, সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজন সহ বিপুল সংখ্যক অতিথি অংশ নেন। নারীসহ নতুন প্রজন্মের বাংলাদেশী আমেরিকানদের অংশ গ্রহণ ছিল উচ্ছলতার। অতিথিদের পরিবেশন করা হয় নৈশ ভোজ সহ মজাদার সব খাবার।
সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী, সাধারণ সম্পাদক দুরুদ মিয়া, ইভেন্ট কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম নাসিম, সমন্বয়কারী আব্দুল ওয়াদুদ ও সদস্য সচিব মিনহাজ চৌধুরীর নেতৃত্ব নির্বাহী কমিটির লোকজন ব্যস্ত ছিলেন আথিতেয়তায়।
সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী তার বক্তব্যে সিলেট অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা, লোকজনদের গৃহ নির্মান করে দেয়া, অসুস্থদের চিকিৎসার জন্য অর্থ ও খাদ্য সহযোগিতা, অসহায় লোকজনের পাশে দাঁড়ানোসহ সংগঠনের নানামুখি কর্মকান্ডের কথা তুলে ধরেন।
বক্তারা এ আয়েজনের প্রসংসা করে সহমর্মিতা, সম্প্রীতি ও সৌহাদ্যের ঐতিহ্যকে ছড়িয়ে দেয়ার কথা বলেন। তারা অসহায় লোকজনের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। পরে সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী ও সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল কার্যকরী কমিটির পক্ষ থেকে তাদের এ আয়োজনে ব্যাপকভাবে সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।