NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

শেষ সময়ের গোলে আর্জেন্টিনার হার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১৩ পিএম

শেষ সময়ের গোলে আর্জেন্টিনার হার

প্রতিপক্ষ ইতালি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে। ইউরোপিয়ান অঙ্গনে বেশ শক্তিশালী তারা। এমন বাস্তবতা মেনেই রক্ষণাত্মক ভঙ্গিতে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনার মেয়েরা। সেই প্রচেষ্টা প্রায় সফলও হয়েছিল। তবে শেষ সময়ের গোলে হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লা আলবিসেলেস্তেদের। 

সোমবার নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে ‘জি’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছিল ইতালি এবং আর্জেন্টিনা। রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই মনোযোগ ছিল লা আলবিসেলেস্তেদের। যদিও ম্যাচের ৮৭ মিনিটে ক্রিস্টিনা জিরেল্লির গোলে হার মানতে হয়েছে তাদের। 

চার ডিফেন্ডারের সাথে পিভট হিসেবে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ জের্মান পোর্তানোভা। আর্জেন্টাইনদের এমন জমাট রক্ষণের বিপরীতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ইতালি। পুরো ম্যাচে আর্জেন্টিনার ৫ শটের বিপরীতে তারা শট নিয়েছে ১১টি। 

ক্রিস্টিনা জিরেল্লি

প্রথমার্ধে বলার মত তেমন কোন সুযোগই করতে পারেনি আর্জেন্টিনা। পুরোটা সময় ইতালির আক্রমণ ঠেকাতেই হিমশিম খেতে হয়েছে তাদের। ইতালি অবশ্য দুইবার বল জালে জড়িয়েছিল। তবে দুটি গোলই বাতিল হয় অফসাইডের কারণে। ১৬ মিনিটে আরিয়ানা কারুসো এবং ৪১ মিনিটে ভ্যালেন্তিনা জিয়াসিনতির গোল বাতিল করেন রেফারি।   

গোলশূন্য প্রথমার্ধের পর কিছুটা গতি আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটেই গোল পেতে পারতো আর্জেন্টিনা। ইলিয়ানা স্ট্যাবিলের ফ্রিকিক দারুণভাবে ফিরিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক ফ্রেন্সেসকা দুরান্তে। এরপর নিয়মিত আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউই। 

ম্যাচের ৮৭ মিনিটে ডেডলক ভাঙেন ইতালিয়ান নাম্বার টেন জিরেল্লি। ৭৪ মিনিটে বদলি নেমেই ইতালির হয়ে স্কোরশিটে নাম লেখান জুভেন্টাসের এই তারকা। বামপ্রান্ত থেকে লিসা বোয়াত্তিনের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান তিনি (১-০)। 

তার এই গোলের পর ফিরে আসার জন্য দারুণ এক সুযোগ অবশ্য পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু, বোনসেনগুন্দোর ফ্রিকিক আবারও ফিরিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক। শেষপর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে।