NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

রশিদহীন আফগানিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০১:২৯ এএম

রশিদহীন আফগানিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: একমাত্র টেস্টে রশিদ খানকে ছাড়া খেলতে নেমে বাংলাদেশের ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। এরপর ওয়ানডে সিরিজে রশিদ ফিরেন, আফগানিস্তানও ফিরে সেরা ফর্মে। প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করে সিরিজ জয়। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে রশিদ খান বিশ্রামে।

তাকে ছাড়া ছন্নছাড়া আফগানিস্তান মাঠ ছাড়ল হার নিয়ে। ৭ উইকেটের দারুণ জয়ে বাংলাদেশ এড়িয়েছে হোয়াইটওয়াশের লজ্জা।

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের পথটা সুগম করে দিয়েছিল বোলাররা। এর আগে টসে হেরে বোলিংয়ে নেমে আফগানিস্তানকে মাত্র ১২৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

 বল হাতে শুরু থেকেই আফগানদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। ১৫ রানেই আফগানদের শীর্ষ চার ব্যাটারকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। এর মধ্যে শরিফুলের শিকার ৩ উইকেট। পরবর্তী সময়েও টাইগারদের দাপট অব্যাহত থাকে, ৬৮ রানে পড়ে আফগানিস্তানের সপ্তম উইকেট।
এরপর একাই লড়াই করেন আজমতউল্লাহ ওমরজাই।

 

৭১ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে আফগানিস্তানকে ১২৬ পর্যন্ত নিয়ে যান আজমতউল্লাহ। তার ইনিংসে মাত্র ১টি চার থাকলেও ছিল ৩টি ছক্কা। শরিফুল ইসলাম ৯ ওভারে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট লাভ করেন। এ ছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেছেন।

১০ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন সাকিব আল হাসান। তার শিকার ১টি উইকেট।

 

১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে খুব বেশি সময় নেননি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ৩ উইকেট হারিয়ে ২৫তম ওভারেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।