NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড এর ২১তম আসরের ২য় পর্ব অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১২ এএম

ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড এর ২১তম আসরের ২য় পর্ব অনুষ্ঠিত

ভার্জিনিয়ার হান্ডরন হাইস্কুল অডিটোরিয়ামে গত ১ জুলাই ২০২৩ শনিবার অনুষ্ঠিত হলো ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড ২১ তম আসরের ২য় পর্ব। শো টাইম মিউজিকের স্বত্তায় এ অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন ভার্জিনিয়া ম্যারিল্যান্ডের চারটি সংগঠন: একাত্তর ফাউন্ডেশন, বাইটপো, বাংলাদেশী এমেরিকান ফাউন্ডেশন ও লাভ শেয়ার বিডি। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান অভিনয় শিল্পীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে নাম ঘোষনা করেন। এ বছর যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন – সেরা অভিনেতা(টিভি নাটক) মোশাররফ করিম, চঞ্চল চৌধরী(টিভি নাটক), আজীবন সন্মাননা অমিত হাসান(সিনেমা), সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধরী( টিভি নাটক), তাসনিয়া ফারিন(টিভি নাটক), সেরা টিভি পরিচালক এমএ কামাল রাজ, সেরা অভিনেত্রী পুজা চেরী( সিনেমা), সেরা অভিনেতা সাকিব খান(সিনেমা), ঢালিউড বিশেষ সন্মাননা সৈয়দ বাবু, ঢালিউড পাওয়ার সন্মাননা মিশা সওদাগর, রাইজিং স্টার জয় চৌধুরী, ক্রিটিক্স সম্মাননা জায়েদ খান(সিনেমা), জিয়াউল হক পলাশ(নাটক) এবং স্পেশাল অ্যাওয়ার্ড সাজু খাদেম।

পুরষ্কার প্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, ফায়াদ সোলাইমান, কবির পাটোয়ারী, পারভীণ পাটোয়ারী, সামছুদ্দীন মাহমুদ, স্যাম রিয়া, হাসান চৌধুরী, রিয়া হাসান, মলি জাহিদ, বিউটি জাকির, লাভলী দেওয়ান, ফারজানা এলাহী, শরীফ আহমেদ, মিসেস শরীফ আহমেদ, ডঃ ফয়সাল কাদের, লাবণী কাদের, মোহাম্মেদ কাদের, অনু আফরোজ, কাজী ইসলাম , শরীফ উদ্দিন, কাজী কলি, মিজানুর রহমান, মোহাম্মদ আলমগীর, শিরীন আকতার, তানভীর হোসাইন, এমএ মতিন, লিটু চৌধরী, রউফ সরকার, মোহাম্মদ কাজল, লিনা কাজল, মজনু মিয়া, মাসুমা মেরিন, তারেকুর রহমান জনি, মাহিয়া মাহি, মোহাম্মদ হোসেন ও লাভলী হোসাইন।
জমকালো আয়োজনে হাইজফুল হলভর্তি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানে নাচ, গান ও অভিনয় পরিবেশন করে দর্শকদের মাঝ রাত পর্যন্ত মতিয়ে রাখেন নায়ক জাহিদ খান,নায়িকা পুজা চেরী, অন্যতম অভিনেতা মিশা সওদাগর, অমিত হাসান, মেহজাবিন চৌধরী, তাসনিয়া ফারিনম জয় চৌধুরী , কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ সহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজু খাদেম ও সৈয়দ বাবু। অনুষ্ঠান শেষ হয় বর্তমান প্রজন্মের ক্রেজ তাহসান খান এর সুরের মুর্চনা দিয়ে।
অনুষ্ঠানটি আয়োজনে যারা সর্বোতভাবে সহযোগিতা করেছেন তারা হলেন, কবির পাটোয়ারী, পারভীন পাটোয়ারী, সামছুদ্দীন মাহমুদ, স্যাম রিয়া, হাসান চৌধরী, মুনির হোসেন, সারোয়ার মিয়া, জাহিদ খান, জাকির হোসেন, ফজলে এলাহী, দেওয়ান বিপ্লব, হাবিবুল্লাহ ভুইয়া, তানভির হাসান, মাহিন সুজন, মামুন মোতালেব, ইলা শোয়েব,মোহাম্মদ মিরাজ, শোয়েব রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সফল করতে যারা আর্থিকভাবে সহায়তা করেছেন তারা হলেন: ওয়াশিংটন ইউনিভার্সি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, মিসমি গ্রুপ, রিয়েলটর নুরুল আজিম, হেলাল মিয়া, বাংলা ট্রাভেলস, শাহ গ্রুপ, ফাহাদ সোলাইমান, শাহীন চৌধুরী, ডাঃ সারোয়ার হাসান, টাইটেল স্পন্সর নাহিনুর রহমান, বিশিষ্ট লোন অফিসার শরীফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, বিশিষ্ট আইটি ব্যবসায়ী ও গায়ক ডঃ ফয়সাল কাদের, বিশিষ্ট রিয়েলটর মোহাম্মেদ কাদের, বিশিষ্ট টেক্স কসসালটেন্ট ও হোম কেয়ার ব্যবসায়ী কাজী ইসলাম ও শরীফ উদ্দিন, এটর্ণী মোহাম্মদ আলমগীর, ডাটা এন্ড টেক এর সিইও শিরীন আকতার, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর হোসাইন, বিশিষ্ট লোন অফিসার এমএ মতিন, বিশিষ্ট রিয়েলটর লিটু চৌধরী, বিশিস্ট ফাইনান্স কনসালটেন্ট রউফ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাজল, বিশিস্ট ব্যবসায়ী মজনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী তারেকুর রহমান জনি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, এটর্ণী রাজু মহাজন, রিয়েলটর মুজিবল হক, ডঃ ফয়জুল ইসলাম, আকতার হোসেন, শেখ মিলন, আবু নাসের, রোকসানা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানটি সফল ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান, একাত্তর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পারভীন পাটোয়ারী, বাইটপোর প্রেসিডেন্ট সামছুদ্দীন মাহমুদ, বাংলাদেশী এমেরিকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হাসান চৌধুরী, লাভ শেয়ার বিডির প্রেসিডেন্ট জাকির চৌধুরী।