NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

টি-টেন লিগে দল পেলেন মুশফিক


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

টি-টেন লিগে দল পেলেন মুশফিক

জিম আফ্রো টি-টেন লিগের ড্রাফটের আগেই বেশ কয়েকটি দলই একাধিক ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে জিম আফ্রো টি-টেন লিগের ড্রাফট। 

মুশফিককে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে জোবার্গ বাফালোস। একই দলে হয়ে খেলবেন ইউসুফ পাঠান, টম ব্যান্টন ও নূর আহমেদ।

টি-টেন গ্লোবাল স্পোর্টসের সহায়তায় জিম্বাবুয়েতে বসছে জিম-আফ্রো টি-টেন লিগ। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হয়েছে জিম সাইবার সিটি। দেশটির অন্যতম বড় রিয়েল স্টেট প্রতিষ্ঠান সিটি। 

সরাসরি চুক্তিতে দল পাওয়া ক্রিকেটারদের তালিকা-

হারারে হ্যারিকেন্স- ইয়ন মরগান, এভিন লুইস, শাহনাওয়াজ দাহানী ও রবিন উথাপ্পা। 

ক্যাপ টাউন সাম্প আর্মি- ভানুকা রাজাপাকশে, করিম জানাত, রহমানউল্লাহ গুরবাজ, মাহিশ থিকশানা।

ডারবান কালান্দার্স- আসিফ আলী, সিসান্দা মাগালা, জর্জ লিন্ডে, হজরতউল্লাহ জাজাই।

জোবার্গ বাফালোস- ইউসুফ পাঠান, মুশফিকুর রহিম, টম ব্যান্টন, নূর আহমেদ।

বুলাওয়ে ব্রেভস- সিকান্দার রাজা, অ্যাস্টন টার্নার, টাইমাল মিলস, বেন ম্যাকডারমট।