NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

প্রবাসীদের স্বাবলম্বী করতে টিমএম বাংলার সেমিনার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২০ এএম

প্রবাসীদের স্বাবলম্বী করতে টিমএম বাংলার সেমিনার

ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইতালি ও ইউরোপীয় দেশের আইনের ওপর মৌলিক বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে নিজেদের প্রবাসে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে ইতালির টিএমএম।

ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসী নারী উদ্যোক্তা ও ইউরোপের বিভিন্ন চ্যানেলের প্রবাসী গণমাধ্যমকর্মীরা সেমিনারে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন টিএমএম এর নির্বাহী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বোরহান, চেয়ারম্যান শান্তা সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা জামিদুল ছাত্তার ও মোহাম্মাদ ইসমাইল, ব্যবস্থাপনা পরিচালক আহসানুল হক পিয়াল। টিএমএমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানের কেক কাটা হয়।

ইতালিতে ভাষা ভিন্নতার কারণে ও ইতালির আইনকানুন না জানার কারণে অনেক প্রবাসী পরিবারের সদস্যদরা বিভিন্ন সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। বিষয়টি অনুধাবন করে বাংলাদেশিদের ইতালির আইন বিষয়ে পরামর্শ দিয়ে তাদের সুযোগ-সুবিধা আদায়ে সহায়তা করছে টিএমএম পরিবার। 

 

ইতালিতে টিএমএম পরিবার-ই প্রথম বাংলা ভাষায় কীভাবে ঘরে বসে অনলাইনের মধ্যে ক্লাস করে ইতালি ও ইউরোপিয়ানভুক্ত দেশগুলোতে ড্রাইভিং লাইসেন্স নেওয়া যায় এবং বিষয়ে প্রযুক্তির সঠিক ব্যবহার করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। অনলাইন কোর্সে অংশগ্রহণ করে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী ভাই- বোনেরা ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের ড্রাইইভিং লাইসেন্স হাতে পেতে সক্ষম হয়েছে। 

ইতালির পাশাপাশি ইউরোপীয় দেশে নারীদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য আলাদা প্লাটফর্ম রয়েছে যা টিএমএম পরিবারের একটি অন্যতম উদ্যোগ।