NYC Sightseeing Pass
Logo
logo

জানা গেলো কাজলের উৎকণ্ঠার কারণ


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ০৬:৫৮ এএম

জানা গেলো কাজলের উৎকণ্ঠার কারণ

শুক্রবার দুপুরে আচমকাই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেন কাজল। শুধু তাই নয়, পুরনো সব পোস্ট মুছে ফেলেন তিনি। জানান, ‘জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।’ 

অভিনেত্রীর পোস্ট দেখে হইচই সোশ্যাল মিডিয়ায়, তবে কী ব্যক্তিগত জীবনে কোনও ঝড়ের মধ্যে পড়লেন কাজল? অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, ‘সব ঠিক আছে তো?’ পরিবারে কিছু ঘটল নাকি!

তবে সন্ধ্যা গড়াতেই পরিষ্কার হয়ে গেল সবকিছু। আসলে কাজলের জীবনের এখন একমাত্র 'পরীক্ষা' হল তার আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে এই সিরিজ। এদিন সন্ধ্যায় ‘দ্য ট্রায়াল’-এর পোস্টার সামনে আনলেন অভিনেত্রী। জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক এটি।

সিরিজের পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কাজল লেখেন, ‘যত কঠিন পরীক্ষা (ট্রায়াল) হবে, তত শক্তিশালী হয়ে তুমি ফিরে আসবে! আমার আসন্ন ওয়েব সিরিজ দ্য ট্রায়ালের- ভালোবাসা, খুন, ধোঁকার ট্রেলার মুক্তি পেতে চলেছে ১২ জুন। পোস্টারে আইনজীবীর লুকে পাওয়া গেল কাজলকে।

সামাজিক মাধ্যমে বরাবরই ভীষণ সক্রিয় কাজল। কিন্তু ওয়েব শো-এর প্রচারের জন্য এইভাবে ফ্যানদের বোকা বানাবেন অভিনেত্রী তা আশা করেনি কেউই! সত্যিটা ফাঁস হতেই শুরু হয় সমালোচনা।

এক নেটিজেন লেখেন, ‘এই ধরনের প্রচার কৌশল খুব বিরক্তিকর’। অপর এক নেট নাগরিক লেখেন, ‘পরের বার আপনি সত্যি সমস্যার কথা বললে কেউ বিশ্বাস করবে না, অনুচিত কাজ’। 

জনপ্রিয় মার্কিন কোর্ট রুম ড্রামা ‘দ্য গুড ওয়াইফ’ এর রিমেক এটি। যেখানে লিড রোলে দেখা মিলেছিল জুলিয়ানা মারগুলিসের। মোট সাতটি সিজন রয়েছে এই ওয়েব শো-এর। ২০১৬ সালে শেষ সিজনটি মুক্তি পায়। গৃহবধূ কাজল ফের একবার নিজের পুরনো পেশায় ফিরবে যখন তার স্বামী এক দুর্নীতির দায়ে জেলবন্দি হবে। এ সিরিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন সুপর্ণ ভর্মা। আগামী দিনে কাজলকে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজে, অজয় ঘরণী অভিনীত শেষ ছবি ‘সালাম ভেঙ্কি’।