NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

কোনো বাংলাদে‌শি হতাহতের খবর নেই উপ-হাইক‌মিশনে


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ১১:১০ এএম

কোনো বাংলাদে‌শি হতাহতের খবর নেই উপ-হাইক‌মিশনে

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো বাংলাদে‌শির হতাহ‌ত হওয়ার খবর পায়‌নি কলকাতার বাংলা‌দেশ উপ-হাইক‌মিশন।

শ‌নিবার (৩ জুন) কলকাতার বাংলা‌দেশ উপ-হাইক‌মিশনের এক কর্মকর্তা ঢাকা পোস্ট‌কে এ তথ্য জা‌নান।

উপ-হাইক‌মিশনের এ কর্মকর্তা বলেন, এ ধরনের প‌রি‌স্থি‌তিতে স‌ঠিক তথ্য বের করাটা যেমন জরু‌রি, তেম‌নি ক‌ঠিনও। বি‌শেষ করে বিদে‌শি নাগ‌রিকদের তথ্য বের করা। মিশন ইতোম‌ধ্যে হটলাইন নম্বর চালু করেছে। মিশন কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র র‌ফিকুল আলম ঢাকা পোস্টকে বলেন, আমাদের মিশনের এক‌টি টিম ইতোম‌ধ্যে ঘটনাস্থলে পৌঁ‌ছে যাওয়ার কথা। মিশন থেকে আমরা এখনও বাংলা‌দে‌শিদের বিষয়ে কোনো আপডেট পাই‌নি।

ভারতের পূর্বাঞ্চলের ওড়িশা রাজ্যের বালেশ্বর এলাকার কাছে শুক্রবার রাতে ট্রেনের ত্রিমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের তথ্য বল‌ছে, ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা শনিবার দুপুর ১২টা পর্যন্ত বেড়ে ২৮৮ হয়েছে। দুর্ঘটনায় ৮৫০ জনের বেশি আহত হয়েছেন।