NYC Sightseeing Pass
Logo
logo

মেয়ের দেখাশোনা করতে কোন তারকাকে বেছে নেবেন রণবীর?


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৪:১৬ এএম

মেয়ের দেখাশোনা করতে কোন তারকাকে বেছে নেবেন রণবীর?

দেখতে দেখতে রণবীর-আলিয়ার মেয়ের বয়স ৬ মাস হয়ে গেছে। এরই মধ্যে কাজে ফিরেছেন মা আলিয়া। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র শুটিং থেকে শুরু করে আন্তর্জাতিক পোশাক সংস্থার ফ্যাশন শোতেও দেখা গেছে তাকে। 

মা বাড়িতে থাকছেন না, তা হলে মেয়ে রাহার দেখাশোনা করবেন কে? সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে প্রশ্ন করা হয়, কোন তারকাকে নিজের মেয়ের দেখাশোনার দায়িত্ব দেবেন তিনি। বলিউডে তারকাদের মধ্যে শাহরুখ খানকে বাছলেন রণবীর। তিনি বলেন, শাহরুখ খানকে কিছুই বিশেষ করতে হবে না। তিনি নিজের হাত খুলে ওই পরিচিত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়লেই রাহা খুশি হয়ে যাবে! 

রণবীর নিজেই শাহরুখের অনুরাগী, এ কথা একাধিক বার স্বীকার করেছেন তিনি। শাহরুখের সঙ্গে খুব ভালো সম্পর্ক আলিয়ারও। তাদের মেয়ে রাহা শাহরুখকে পছন্দ করবে না, সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, দাবি রণবীরের।