আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। স্থানীয় সময় সোমবার মেরিল্যান্ড প্রদেশের কুইন্স এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা।

জানা গেছে, বাড়ির কাছেই দক্ষিণ ওজোন পার্কের পাশে একটি এসইউভি গাড়িতে বসে ছিলেন ৩১ বছর বয়সি সতনাম সিং। বিকেল ৩:৪৫ নাগাদ এক বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। গুলি লাগে সতনামের বুকে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয়।

গোয়েন্দারা এখনও নিশ্চিত নন যে সতনামই আততায়ীর লক্ষ্য ছিলেন কি না। জানা গেছে, ওই এসিউভি গাড়িটি সম্ভবত এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিলেন তিনি। সেই বন্ধুটিই হয়তো আততায়ীর নিশানায় ছিল। ভুল করে সতনামের ওপর গুলি চালিয়ে থাকতে পারে।

পুলিশের রিপোর্টে বলা হয়েছে, পায়ে হেঁটে এসে গুলি চালায় বন্দুকবাজ। কিন্তু স্থানীয়রা বলছেন, একটি রুপালি সেডান গাড়িতে এসেছিল আততায়ী। সতনামের গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গুলি চালায় সে। সতনাম ছিলেন খুবই শান্ত এবং দয়ালু, বলছেন তার প্রতিবেশী ক্রিস্টিনা।