আর্ন্তজাতিক ডেস্ক: কয়েক ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্রজুড়ে সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় কারিগরি ত্রুটি হয়েছে। বৈমানিকেরা বার্তা পাচ্ছেন, ফ্লাইট রুটে বিপদের ঝুঁকি রয়েছে।
এফএএ বলেছে, ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা পর্যন্ত কোনো উড়োজাহাজ উড্ডয়ন করবে না। তবে কিছু বিষয় এরই মধ্যে ঠিক হতে শুরু করেছে বলে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে।
আমেরিকান এয়ারলাইনসগুলো জানিয়েছে, সব ধরনের ফ্লাইটে এই ত্রুটির প্রভাব পড়েছে। বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস বলেছে, এফএএ থেকে নতুন বার্তা পাওয়ার আগপর্যন্ত তাদের সব অভ্যন্তরীণ ফ্লাইটের উড়াল বন্ধ রাখা হচ্ছে।