ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় যুক্তরাষ্ট্রে বন্ধ রয়েছে প্লেন চলাচল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) পাইলটদের ত্রুটির ব্যাপারে অবহিত করে। এখন ত্রুটি সারিয়ে প্লেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে তারা।
এক বিবৃতিতে এফএএ বলেছে, ‘কিছু কিছু বিষয় আবারও অনলাইনে ফিরে এসেছে। কিন্তু ‘জাতীয় আকাশপথ ব্যবস্থার কার্যক্রম এখনো সীমিত আছে।’
বিমান চলাচলকারী সংস্থা আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের প্রায় সব প্লেন এখন বিমানবন্দরে অপেক্ষমান আছে।
ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, তারা এএফএ-এর কাছ থেকে পরবর্তী আপডেট না জানা পর্যন্ত অভ্যন্তরীণ সব ফ্লাইট স্থগিত রাখবে।
প্লেন চলাচল বন্ধ থাকার বিষয়টি টুইট নিশ্চিত করে টেক্সাস অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে প্লেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
ওয়াশিংটনের রোনাল্ড রেগান জাতীয় বিমানবন্দরের কর্মকর্তা আন্ডি সেল্টুর সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, ‘বর্তমানে সব বিমানবন্দরে এক ঘণ্টার মতো বিলম্বের সৃষ্টি হয়েছে।’