আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শনিবার গভীর রাতে ইসফাহান প্রদেশের মধ্যাঞ্চলীয় শহর সেমিরমে এ ঘটনা ঘটে। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মাহসা আমিনির মৃত্যুর ১০০ দিনেরও বেশি পার হয়ে গেলেও দেশব্যাপী এখনো অস্থিরতা বিরাজ করছে।
২২ বছর বয়সী আমিনি দেশটির কঠোর পোশাক নীতি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মারা যান। এরপর ইরান বিক্ষোভে কেঁপে ওঠে। তবে কর্তৃপক্ষ এই বিক্ষোভকে ‘দাঙ্গা’ বলে অভিহিত করেছে।
সরকারি বার্তা সংস্থা ইরনা দেশটির শক্তিশালী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যুক্ত আধাসামরিক বাহিনীকে উল্লেখ করে বলেছে, একজন বাসিজ সদস্যকে সেমিরম শহরে সশস্ত্র অপরাধীরা হত্যা করেছে।
ইরনা জানায়, বিক্ষোভকারীরা শনিবার গভীর রাতে রাজধানী তেহরানের প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে ইসফাহান প্রদেশের মধ্যাঞ্চলীয় শহরে জড়ো হয়েছিল। তারা সেমিরমের আঞ্চলিক প্রশাসন ভবন এবং অন্যান্য অবস্থানের সামনে সমাবেশ করেছে। এ সময় শহরে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং কিছু ক্ষেত্রে বেশ কিছু দাঙ্গাবাজের সঙ্গে সংঘর্ষ হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ইরানি কর্মকর্তারা বলছেন, দেশব্যাপী অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েক শ লোক নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তেহরান বৈরী বিদেশি শক্তি এবং বিরোধী দলগুলোকে অস্থিরতা ছড়ানোর অভিযোগ করেছে।
গত মাসে ইরান ২৩ বছর বয়সী দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তারা বিক্ষোভের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলার দায়ে দোষী সাব্যস্ত। এ ছাড়াও আরো ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।
সূত্র : এএফপি