আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলের সেনাবাহিনীর অভিজ্ঞ জেনারেল আইজ্যাক ব্রিক বলেছেন, আগামীতে কোনো যুদ্ধে জিততে পারবে না ইসরায়েল।
তিনি এ জন্য ইসরায়েলি সেনাবাহিনীর অপেশাদার আচরণকে দায়ী করেন। এই জেনারেলের মতে, বর্তমান সেনাবাহিনী দায়িত্ব পালনের বিষয়ে অনাগ্রহী এবং তারা সঠিক আচরণ করছে না।
তিনি আরও বলেছেন, সম্প্রতি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছি। সেখানে সেনাদের মধ্যে হতাশা, বিশৃঙ্খলা ও অনাগ্রহ দেখেছি। এই অবস্থার পরিবর্তন না হলে আগামীতে কোনো যুদ্ধেই জিততে পারবে না ইসরায়েলিরা।
সশস্ত্র বাহিনীতে যেসব সমস্যা ও ঘাটতি রয়েছে সেগুলো সমাধানে কর্মকর্তাদের আন্তরিকতা নেই বলেও অভিযোগ করেন এই কমান্ডার। তার মতে, আগামীতে ইসরায়েল কোনো যুদ্ধে জড়ালে সেনাবাহিনীতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটবে।
এর আগেও তিনি এ ধরণের সতর্কবার্তা দিয়েছেন। এছাড়া সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।