আর্ন্তজাতিক ডেস্ক: উড়োজাহাজ ও ট্রেনে অভ্যন্তরীণ ভ্রমণ এবং নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য কভিড টিকার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে কানাডা। মঙ্গলবার দেশটির সরকারের পক্ষ থেকে আসতে পারে এই ঘোষণা। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে কানাডাভিত্তিক সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
কভিডে বিভিন্ন বিধিনিষেধের কারণে সমালোচনার মুখে পড়েছে কানাডার সরকার। এজন্য আপাতত ভ্রমণের বিধিনিষেধের আদেশ তুলে নিচ্ছে দেশটি। তবে সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি আবারো কভিডের নতুন কোনো ধরন আবিষ্কৃত হয়, তাহলে টিকার বাধ্যবাধকতা আবারো ফিরে আসতে পারে।
কানাডার ফেডারেল সরকার কভিড সংক্রান্ত যেসব বিধিনিষেধ দিয়েছে, এর মধ্যে টিকা নেয়নি এমন মানুষ উড়োজাহাজে ভ্রমণ করতে পারেন না এবং সরকারী কর্মকর্তাদের জন্য টিকা নেয়া বাধ্যতামূলক।
কানাডার বিমানবন্দরগুলোয় গত সপ্তাহ পর্যন্ত প্রায়ই ভ্রমণ করেন এমন ব্যক্তিদের কভিড পরীক্ষা করার নিয়ম চালু ছিল। তবে গত সপ্তাহে জুনের বাকি সময়ের জন্য কভিড পরীক্ষা করার নিয়ম বাতিলের ঘোষণা দেয়া হয়। কারণ, এভাবে পরীক্ষার জন্য ভ্রমণকারীদের দীর্ঘসময় বিমানবন্দরে থাকতে হয়।