আর্ন্তজাতিক ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির জেরে দেশ-বিদেশে তোপের মুখে দল থেকে বহিষ্কার হয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মা। এনিয়ে দেশে দেশে চলছে বিক্ষোভ। তেমনই এক বিক্ষোভে অংশ নিয়ে বিপাকে পড়েছেন কুয়েত প্রবাসীরা। শুক্রবার (১০ জুন) দেশটির ফাহাহিল এলাকার ওই বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেফতারে পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।
একাধিক সূত্রের বরাত দিয়ে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারেন না। সে হিসেবে শুক্রবারের বিক্ষোভে অংশ নেয়া প্রবাসীরা আইন লঙ্ঘন করেছেন।
কুয়েতি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেফতার প্রক্রিয়া শেষ হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ওই প্রবাসীরা যাতে আর কখনও কুয়েতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাও করা হবে। তবে ওই দিনের বিক্ষোভে কোনো প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন কিনা সে ব্যাপারে প্রতিবেদনে কিছু বলা হয়নি।