আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়তে গিয়ে জর্ডান গেটলি নামের সাবেক ব্রিটিশ সেনার মৃত্যু হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভারোদোনেতস্ক অঞ্চলে যুদ্ধে রুশ সৈন্যদের সঙ্গে লড়াইয়ের সময় গেটলে মারা গেছেন বলে দাবি তার বাবার।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের জন্য প্রাণ দেওয়া ব্রিটিশ ওই সৈন্যের পরিবারকে সহায়তা করা হবে। জর্ডান গেটলের বাবা ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন, কিছুদিন আগে বৃটিশ সেনাবাহিনী থেকে ইস্তফা দেন গেটলি। এরপর পাড়ি জমান ইউক্রেনে।

সেখানে স্থানীয় সৈন্যদের প্রশিক্ষণে সহায়তা করছিলেন। রাশিয়ান সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা যান তার ছেলে। শুক্রবার পরিবার মৃত্যুর খবর জানতে পারে। 

২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধে ইউক্রেনের হয়ে লড়াই করছে কয়েক হাজার বিদেশী নাগরিক।