পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একটু অন্যরকমভাবে মানুষের সাথে মিশে যাওয়ার একটা ক্ষমতা রয়েছে তার। 

মুখ্যমন্ত্রীর পরিচিত আবহ থেকে বেরিয়ে তাই তো গ্রামে গিয়ে তিনি চায়ের দোকানে ঢুকে সবাইকে চমকে দিয়ে নিজেই চা বানাতে শুরু করেন। নিজে খাওয়ার পাশাপাশি অন্যদেরও পরিবেশন করেন চা। আবার জনসংযোগে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজ হাতে মোমা-ফুচকা বানিয়ে খাওয়ানোর রেকর্ডও রয়েছে তারা।  

এবার নিজের স্বকীয়তার পরিচয় দিয়ে পূজা উদ্বোধনে গিয়ে কাঁধে ঢাক তুলে বাজালেন মমতা বন্দোপাধ্যায়। বুধবার কলকাতার একটি পূজার মণ্ডপে গিয়ে কাঁধে ঢাক তুলে নিয়ে বোল তুলতেও দেখা গেল তাকে।