বিমান বাহিনীর মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাল ভারত ও ফ্রান্সের সম্পর্ক। ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’কে মাঝ আকাশেই জ্বালানি দিয়েছে ফরাসি বিমান বাহিনী। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারত।  

ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’ অস্ট্রেলিয়ার এয়ার ফোর্সের উত্তর অঞ্চলে ডারউন ঘাঁটির দিকে একটি সামরিক মহড়াতে (পিচ ব্ল্যাক ২০২২) অংশ নিতে যাচ্ছিল। এই মহড়ার আয়োজন করে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স (আরএএফ)। মাঝ আকাশে উড্ডয়নরত অবস্থায় ভারতীয় বিমান বাহিনীর জ্বালানির প্রয়োজন হয়। সেখানে মাঝ আকাশে উড্ডয়নরত অবস্থাতেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় ফরাসি বিমান বাহিনী। 

ভারতীয় বিমান বাহিনী একটি টুইটে লিখেছে, ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান অস্ট্রেলিয়ার এয়ার ফোর্সের একটি সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছিল। এমন সময় মাঝপথে জ্বালানি প্রয়োজন হয়। ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসে ফরাসি বিমান বাহিনী। তাই দেশটির বিমান বাহিনীর বন্ধুদের আন্তরিক ধন্যবাদ। ফরাসি ভাষাতেও এ ধন্যবাদ জানানো হয়।