দক্ষিণ ইকুয়েডরে একটি যাত্রীবাহী বাস এবং একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
ইসিইউ ৯১১ এজেন্সি হোয়াটসঅ্যাপে বলেছে, ‘এখন পর্যন্ত ১৬ জন নিহত এবং আটজন আহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয় এবং উল্টে যায়। লোজার গভর্নর আলেকজান্দ্রা জারা এ দুর্ভাগ্যজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার অভিযানের সুবিধার্থে পুলিশ রাস্তা বন্ধ করে রাখে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স-এ গভর্নর আলেকজান্দ্রা বলেছেন, ‘প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে।’
সড়ক দুর্ঘটনা ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশটিতে ২০২৩ সালে প্রায় ২১ হাজার দুর্ঘটনা ঘটেছে।
সূত্র : এএফপি