ভারতে শীতকালীন সংসদ অধিবেশন শুরু হয়েছে। দেশটির সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও বেশ সরব হয়ে উঠেছেন। কেন্দ্রীয় সরকার, আদানিসহ নানা ইস্যুতে সোচ্চার হচ্ছেন তিনি। এদিকে কংগ্রেস নেতা রাহুলকে আটকাতে নয়া ছক সামনে নিয়ে এলেন বিজেপি নেতারা।
এরই মধ্যে তাঁরা রাহুলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, সংবিধান দিবসের দিন সংসদে রাহুল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানাননি। এই অভিযোগ তুলে রাহুলের বিরুদ্ধে সমালোচনা করতে শুরু করেছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) তা নিয়ে পোস্টও করা হয়েছে। এই অভিযোগ তুলে আসলে সংসদে রাহুলকে নিষ্ক্রিয় করে রাখার কৌশল নিয়েছে বিজেপি—এমনটাই মনে করছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।
রাহুল অবশ্য এসব নিয়ে বিশেষ গুরুত্ব দেননি। তার লক্ষ্য সংসদে এনডিএ সরকারকে চেপে ধরা। আর তার সঙ্গে আছে গোটা ইন্ডিয়া জোট। বিজেপির পক্ষ থেকে দুটি ভিডিও ক্লিপ এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস