পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। সিএনএন-এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক হামলা ছিল এটি। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ২০০ যাত্রীকে বহনকারী যানবাহনের একটি বহরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামলা চালিয়েছে।
এর আগে ৩৮ জন নিহত হওয়ার খবর জানা গিয়েছিল। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনে এ হামলায় তিনজন নারী নিহত হওয়ার কথা বললেও, সিএনএন-এর প্রতিবেদনে ৬ জন নারী নিহত হওয়ার কথা বলা হয়েছে।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমে শিয়া মুসলমানদের বহনকারী যাত্রীবাহী বাসে গুলি চালায়।
এর আগে উপজাতি পরিষদের মাধ্যমে অস্ত্রবিরতির আহ্বান জানানো হলেও গত মাসে ওই অঞ্চলের একটি রাস্তায় যাত্রীবাহী যানবাহনের ওপর আরেকটি হামলায় ১৫ জন নিহত হয়।
বৃহস্পতিবারের বহরটি যে রাস্তায় চলাচল করছিল, সেটি সম্প্রতি ফের খুলে দেওয়া হয় এবং সেখানে পুলিশের নিরাপত্তায় বহর চলাচলের অনুমতি দেওয়া হয়। উপজাতি অঞ্চলের এই সাম্প্রদায়িক সহিংসতা প্রায়ই জমি নিয়ে বিরোধের সঙ্গে যুক্ত। তবে কুররাম জেলা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এটি এমন কিছু আফগান প্রদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে, যেখানে শিয়াবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি রয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামিক স্টেট (আইএস) ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
সূত্র : সিএনএন