গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু ত্রাণকর্মীর মৃত্যু হয়েছে। ছিটমহলে কর্মরত দাতব্য সংস্থাগুলোর মতে, গত ১০ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২০ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়।
একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ‘এসব ত্রাণকর্মী তাদের বাড়িতে, বাস্তুচ্যুতশিবিরে এবং জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করার সময় নিহত হয়েছিলেন।
গত বছরের অক্টোবরে ইসরায়েল তাদের যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৩০০ জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। এটি বিশ্বে কোনো একক সংঘাতে রেকর্ড করা সর্বোচ্চ সংখ্যা। এদিকে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭১২ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সূত্র : আলজাজিরা