পাকিস্তানে সোমবার এক পুলিশ সদস্যের জানাজার অনুষ্ঠানে জঙ্গি হামলা হয়েছে। এতে তিন পুলিশ সদস্য ও তিন জঙ্গি নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে এই হামলার দায় স্বীকার করেছে দেশীয় তালেবানগোষ্ঠী।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী পাকতুন ইয়ার খান জানিয়েছেন, এক পুলিশ সদস্যের জানাজার সময় হামলাকারীরা বান্নু জেলা পুলিশের সদর দপ্তর ঘেরাও করে।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, সদর দপ্তরের গেটে গোলাগুলির মধ্যে তিন জঙ্গি ও তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া দুই বা তিনজন জঙ্গি পুলিশের ওই ঘাঁটিতে প্রবেশ করেছে এবং ‘তীব্র গোলাগুলি চলেছে’।
এদিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত পাকিস্তানি তালেবান এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে।
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে জঙ্গিবাদ বেড়ে গেছে। পাকিস্তান সরকার কাবুলের শাসকদের অভিযুক্ত করেছে, তারা পাকিস্তানি তালেবান সদস্যদের উৎখাত করতে ব্যর্থ হয়েছে, যারা তাদের ভূখণ্ড থেকে হামলার পরিকল্পনা করছে। পাকিস্তানি তালেবান ইসলামাবাদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হয় এবং এটি উত্তর-পশ্চিমে সক্রিয়।
এর আগে গত সপ্তাহান্তে দক্ষিণ করাচিতে এক বোমা বিস্ফোরণে দুই চীনা প্রকৌশলী নিহত হয়েছেন এবং শুক্রবার দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে ভারী সশস্ত্র লোকদের গুলিতে ২০ জন কয়লাখনি শ্রমিক নিহত হন।
সূত্র : এএফপি